হেলো,
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
Niche Collection এর 2nd chapter ক্লাসটা পুরোটা দেখলাম। আমার দুইটা প্রশ্ন মনে এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই।
১) ভিডিওর একটা অংশে আপনি Grinch এর প্রিন্ট টি-শার্ট নিয়ে আলোচনা করেছেন। এখানে আমার জানার জিনিসটা হল; এই যে আপনি একটা টি-শার্টে Grinch এর এনিমেটেড ছবিটা প্রিন্ট করে USA মার্কেটে সেল দিলেন, এতে Grinch এর কপিরাইট সংক্রান্ত কোন বাধা পেয়েছেন কিনা? Grinch এর মেধাস্বত্ত তো আমার নয়। এটার মেধাস্বত্ত থাকবে মুভি কোম্পানির কাছে। সেক্ষেত্রে আমি যদি কাষ্টম টি-শার্ট ডেভলপ করতে চাই এবং Grinch এর চেহারা দিয়ে USA মার্কেটে সেল দিতে চাই, তাহলে কপিরাইট সংক্রান্ত কি বাধার মুখে পরতে পারি?
শুধু Grinch কেন, ধরুন marvel cinematic universe এর Angry HULK এর এনিমেটেড কেরেকটার নিয়ে আমি টি-শার্ট প্রিন্ট করলাম। এখন Angry HULK এর কোন রকম মেধাস্বত্ত আমার কাছে নেই। তাহলে আমি কি USA মার্কেটে এটা সেল করার জন্য কি রকম কপিরাইট সংক্রান্ত বাধা মুখে পরবো? এটা নিয়ে আপনার যে নলেজ আছে সেটা শেয়ার করবেন প্লিজ।
২) আমার ফেসবুক একাউন্ট আছে কিন্তু কোন ফেসবুক এড ম্যানেজার একাউন্ট নেই। আগে কখনো ইউজ করি নাই। এখন, স্টাডি পারপাস যদি ফেসবুক এড ম্যানেজার একাউন্ট আমার প্রফাইল দিয়ে ক্রিয়েট করি এবং স্টাডি করতে থাকি কিন্তু কোন এড এখন রান করবো না মিনিমাম ৬ মাস। সেক্ষেত্রে এড ম্যানেজার একাউন্টে কোন রকম প্রবলেম হতে পারে কি? আপনার মতামত শেয়ার করবেন প্লিজ।
ধন্যবাদ।
সেখানে শুধুমাত্র উদাহরণ দেওয়া হয়েছে সেটা নিয়ে কাজ করতে উৎসাহিত করা হয়নি। আমরা বর্তমান বাংলাদেশ মার্কেট টার্গেট করে বিজনেস দাঁড় করানোর জন্য সহযোগিতা করছি। তাই আপনাকে বাংলাদেশ মার্কেট ফোকাস করে বিজনেস করার অনুরোধ করা হলো। ধন্যবাদ
এড একাউন্ট এর ক্ষেত্রে এড রান না করলে কোনো সমস্যায় আশাকরি পরবেন না, যদি পড়েন সেক্ষেত্রে ভেরিফাই করে নিবেন, তাদের ইন্সট্রাকশন অনুযায়ী।
thanks for your kind information…….