এখানে আমার মতো অনেকেরই content making and writing নিয়ে সমস্যা হচ্ছে।আমরা যারা content making এর একেবারেই কিছু জানিনা তাদের জন্য consultancy থেকেও এর উপরে course বেশি উপকারে আসবে। আমি যদি আমার কথা বলি আমার একেবারে zero থেকে শিখতে হবে। আর ...
StepUp Latest Questions
Like4like থেকে পয়েন্ট নিয়েছেন ফেসবুক পেজ এর জন্য এমন কেউ কি আছেন ? থাকলে সারাদিন প্লিজ। অথবা কারো যদি বিশ্বস্ত সোর্স থাকে জানাবেন প্লিজ । অগ্রীম ধন্যবাদ।
যখন উইনিং প্রোডাক্ট দিবে তখন কি একটা প্রোডাক্ট ই সবাইকে দেওয়া হবে নাকি সবার জন্য আলাদা প্রোডাক্ট দেওয়া হবে?
Easy work জিনিস টা কি? এটা নিয়ে গ্রুপে পোস্ট দেখলাম। কেউ একটু বিস্তারিত জানাতে পারবেন প্লিজ? অথবা কোন লিংক থাকলে দিয়ে সহযোগিতা করবেন, ধন্যবাদ
আমাদেরকে যে ফ্রিতে ডিজিটাল প্রোডাক্ট দেওয়ার কথা ছিল ওই প্রোডাক্ট গুলা কবে দেওয়া হবে।
সর্ব প্রথম শ্রদ্ধা ও অসংখ্য ধন্যবাদ জানাই ফাহমিদ ভাইকে এমন সাপোর্ট সিষ্টাম রাখার জন্য। কয়েক যাবত আমার সাপোর্ট এক্সিউটর সাহিদা রহমান আপাকে খুবই বিরক্ত করছি কখনো ওয়েব সাইটের জন্য কখনো জুমে সাপোর্টের জন্য কালকেও ওয়েব সাইটের একটা বিষয় বুঝতে ছিলাম ...
আমি ভিডিও কন্টেন্ট সম্পর্কে খুবই দূর্বল। I hope আমার মতো অনেকেই আছেন যারা ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন না। Step up আমাদেরকে অনেক দিয়েছে সেক্ষেত্রে কৃতজ্ঞতার শেষ নাই। আশাকরি কন্টেন্ট এর বিষয়ে ও step up প্রয়োজনীয় সহযোগিতা করবে।
অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আব্দুল্লাহ ভাইকে, যিনি আমাকে বিজনেস কনসাল্টেন্সিতে যুক্ত করার সুযোগ করে দিয়েছেন। আজ আমি বিজনেস কনসাল্টেন্সি লাইভ সাপোর্টে যুক্ত হয়েছিলাম, যেখানে কোরবান আলী ভাই অত্যন্ত আন্তরিকতার সাথে ব্যবসার প্রতিটি ধাপ কীভাবে শুরু করতে হবে এবং কীভাবে সামনে এগোতে ...