আমার পন্যের নাম শতরঞ্জি, এটাই আমার বিজনেসের মেইন প্রোডাক্ট।কিন্তু সেটা সম্পর্কে আমার কি ম্যানেজার পুরাই আননোন।,যে আমার পন্য টা চেনে এমন কাউকে কি ম্যানেজার হিসেবে পেতে চাই,এটা কি পসিবল? এর আগেও একজন ছিলেন তিনিও চেনেন না এই পন্য।
তাহলে আমার এড রিসার্চ করতে সুবিধা হত।
আমাদের প্রতিটা কি অ্যাকাউন্ট ম্যানেজার একেক জন এড এক্সপার্ট। আমাদের প্রত্যেকটা কি অ্যাকাউন্ট ম্যানেজার হাত ধরে অনেক মেম্বার বিজনেস এর সফলতা অর্জন করেছেন ।একটা এড কিভাবে অপটিমাইজ করতে হয়। একটা এডের কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হয়, এই সবগুলো বিষয়ে আমাদের সকল কি অ্যাকাউন্ট ম্যানেজার তাদের সফলতার পরিচয় দিয়েছে।
এড রিসার্চ করার জন্য পণ্য সম্পর্কে জানা কোন বিষয় না। উনি পণ্য সম্পর্কে না জানলে যে অ্যাড সম্পর্কে জানেনা,এটা আপনি বলতে পারেন না ।এটা বলার কোন মানে হয় না ।
আপনার এড রিলেটেড কোন সমস্যা হলে আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার কে বলবেন উনি সমাধান করে দেবে ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ ভাইয়া রিপ্লাই করার জন্য,আমি কিন্তু বলি নাই যে উনি এড সম্পর্কে জানেন না? প্লিজ আবার পড়বেন আমার লিখাটা🙏
আমরা এত্তদিন থেকে শিখে আসছি, যে পন্য নিয়ে কাজ করব সেটা বিষয়ে প্রচুর মার্কেট রিচার্স করতে হয়,এটা ফাহমিদ ভাইয়াও বলেছেন সেজন্যই জানতে চেয়েছিলাম
আপনার প্রডাক্টের রিচার্স আপনাকেই করতে হবে। সেই জ্ঞান দিয়ে আপনি কন্টেন্ট বানাবেন। সেই কন্টেন্ট দিয়ে কিভাবে এড রান করলে বেস্ট হয় তা “কি অ্যাকাউন্ট ম্যানেজার” বলে দিবেন। তার শতরঞ্জি চেনা জরুরী নয়। তবে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে কিছু ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যা আপনি “কি অ্যাকাউন্ট ম্যানেজার” থেকে জেনে নিন আগে।
আমার মাথায় যা আছে তা দিয়ে আগাতে পারিনি জন্যই ত এই ওয়ার্কশপে ভর্তি হয়েছি,তাহলে এখানে এসেছি কিভাবে এড রান করলে সেল আসবে তা জানার জন্যই,তাহলে এদের কাজ কি? আপনি শেখান আমাকে প্লিজ🙏
@Copied from support chat:
ভিডিও লেন্থ হবে ১:১৫/১:৩০মিনিটের ভিতর।
সেল এর কনটেন্ট এ ৪ তা পার্ট থাকে
১ হুক পার্ট
২ প্রাইমারি কল টু অ্যাকশন
৩ প্রবলেম এন্ড সল্যুশন (হোয়াই ইওর প্রোডাক্ট)
৪ ফাইনাল কল টু অ্যাকশন
প্রাইমারি কল টু অ্যাকশন হলো সাপোজ কোনো অফার এর কোথা বলবেন। বা কিনলে সাথে কিছু পাবে কিনা কোনো অফার। যেমন বলবেন ৪০% ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য।
ফাইনাল কল টু অ্যাকশন হলো কীভাবে কিনবে।
তাদের কাজ সাপোর্ট দেয়া, করে দেয়া না।
কন্টেন্টের গাইড লাইন তারা দিতে পারে বাট কন্টেন্ট আপনাকেই বানাতে হবে।
কী কন্টেন্ট বানাবেন সেটা মাথায় না আসলে আমি বলবো আপনার প্রডাক্ট রিসার্চ পর্যাপ্ত হয় নি। রিসার্চ করার চেষ্টা করেও ব্যার্থ হলে আমি বলবো আপনি প্রডাক্ট চেঞ্জ করেন। প্রডাক্ট না খুজে সমস্যা খুজেন যার সমাধান আপনি কাস্টমার কে দিবেন।
আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি আসলে কি জানতে চান। আপনি কিসে আটকাচ্ছেন? আপনার পরবর্তি স্টেপ কি? ক্লিয়ারলি বললে হয়ত আমরা এডভাইস দেয়ার চেষ্টা করতে পারবো।
ভিডিও লেন্থ হবে ১:১৫/১:৩০মিনিটের ভিতর।
সেল এর কনটেন্ট এ ৪ তা পার্ট থাকে
১ হুক পার্ট
২ প্রাইমারি কল টু অ্যাকশন
৩ প্রবলেম এন্ড সল্যুশন (হোয়াই ইওর প্রোডাক্ট)
৪ ফাইনাল কল টু অ্যাকশন
ভাই এই চার টা পার্ট কি বিস্তারিত ব্যাখা বা উদাহরণ দিলে উপকার হতো।
কি অ্যাকাউন্ট ম্যানেজার ভালো বলতে পারবেন। উনাকে জিজ্ঞেস করেন।