আমাদের অনেকেই একাধিক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে। কেউবা ডিজিটাল ও ফিজিক্যাল উভয়ই। আবার কেউ ফিজিক্যাল প্রোডাক্টর একাধিক ক্যাটাগরি নিয়ে। সেই ক্ষেত্রে মাল্টিপল পেইজ ও ওয়েবসাইটের প্রয়োজন হবে।
১। ট্রেড লাইসেন্স, বিন ও ডিবিআইডি কি আলাদা আলাদা পেইজের বা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা নিতে হবে?
২। একটি নামে ট্রেড লাইসেন্স, বিন ও ডিবিআইডি নিয়ে সাবভাবে একাধিক পেইজ বা ওয়েবসাইট চালানো সম্ভব কি না?
যাত্রাতেই এই রকম ২ টাই করলে বিজনেস একদম শেষ হয়ে যাবে, একটা করেন আগে তারপর আরেকটা চেষ্টা করবেন।
আমি বোধ করি প্রশ্নগুলো বুঝাতে পারিনি। দয়া করে আবার পড়ুন। এর গভীরতা বুঝার চেষ্টা করুন। লার্নিং টাইমে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া জরুরী।
আপনি স্টেপআপের মডারেটর কিনা জানি না, তবে এরকম উত্তর কাম্য নয়। উনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর দিয়ে শেষে আপনার সাজেশন দিতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি ।
এটা কোন উত্তরের মধ্যে পড়ে না আপনাকে যে প্রশ্ন করেছিল তার উত্তর দেওয়াটা জরুরি ছিল. কারণ সে পার্টনার নিয়ে কাজ করতে পারে তার লোক থাকতে পারে সে একসাথে তিনটা বিজনেস করতে পারে যেমন ফাহমিদ ভাই করে.
এক্সাক্টলি, mdshafiqulislamery ভাই। শিখার সময় প্রশ্ন করা স্বাভাবিক। সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এর অর্থ এই না যে সেটা মাঠ পর্যায়ে আমাকে এখনই খাটাতে হবে।
আর সবচেয়ে বড় বিষয়, আমরা একই সাথে লার্নিং করছি। একই ক্লাশে পড়ছি না। একই বয়সী না। একই জ্ঞান সম্বলিতও নই। এখানে কেউ একেবারেই নতুন। কেউ যার যার প্লাটফর্মে সফল। কেউ ছাত্র, কেউ সফল ব্যবসায়ী। কারও হয়তো ৫% দরকার কারও ১০০%।
উনি স্টেপআপের কেউ নন। উনার উত্তরেই তা বুঝা গিয়েছে।
আমাদের বাঙ্গালীদের একটা বদনাম আছে জানেন তো? আমরা ডাক্তারী, ইন্জিনিয়ারিং ও শিক্ষকতা করতে পছন্দ করি অথচ এই প্রোফেশনেই নাই।
আমিনিজেকে সংবরণ করেছি যেন ঝামেলা না হয়। কিন্তু আপনারা ধরে ফেলেছেন। যাই হোক ধন্যবাদ সবাইকে।
না আলাদাভাবে নেওয়া লাগবেনা। আপনি লাইসেন্স নিবেন আপনার বিজনেসের নামে। সেক্ষেত্রে একাধিক পেজ বা ওয়েবসাইট থাকলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র ফুড প্রোডাক্টসের ক্ষেত্রে প্রত্যেক প্রোডাক্টের জন্য আলাদাভাবে BSTI এর লাইসেন্স নিতে হবে।
ধন্যবাদ, সোহান ভাই। পরিষ্কার উত্তর পেয়েছি।
আরেকটা রিলেটেড প্রশ্ন, বিজনেসের নামে লাইসেন্স হলে পেইজ বা ওয়েবসাইটের নাম বিজনেসের নাম না রেখে আলাদা নাম রাখলে বা একাধিক পেইজ বা ওয়েবসাইটের নাম একই না রেখে আলাদা আলাদা নাম রাখলে সমস্যা হবে কিনা?
যেমনঃ বিজনেসের নাম এবিসি কোম্পানী, পেইজ ও ওয়েবসাইট একটার নাম কখগ মার্ট আর অন্যটার নাম ১২৩ ফ্যাশন।
না সমস্যা নেই। পেজ বা ওয়েবসাইট হচ্ছে আপনার বিজনেসের একটা অংশ। আপনার মেইন বিজনেস হচ্ছে ই-কমার্স। একটা ই-কমার্স বিজনেসের আন্ডারে অনেকগুলো পেজ বা ওয়েবসাইট থাকতেই পারে। কিন্তু এগুলো যদি আপনার আলাদা বিজনেস হয় তাহলে আলাদাভাবে লাইসেন্স করতে হবে।