আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি তারা আসলে জানিনা কোন কোন খাতে আমাদের টাকা ব্যয় হবে.তাই আমার অনুরোধ যারা আমাদের সিনিয়র আছেন ব্যবসা অলরেডি রান করতেছেন যদি সম্ভব হয় আমি আবারো বলতেছি যদি সম্ভব হয় তাহলে আপনাদের করা ক্যাশ ফ্লক গুলো আমাদেরকে একটু দেখাবেন যাতে আমরা সেখান থেকে ধারণা পাই আসলে একটা ব্যবসায় কোন কোন খাতে খরচ হয়
কোন কোন খাতে খরচ হবে তা দেওয়া আছে ডিটেইলস এ স্যারের ভিডিওটিতে। এইভাবে কেউ তার বিজনেসের পার্সোনাল ডাটা শেয়ার করে না। আপনি ভিডিওটী পুনরায় দেখুন।