- এই business workshop এ অনেকেই আছে যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়। কিন্তু তাদের বাজেট আমার মত তিন থেকে চার লক্ষ টাকা নাই। আমার বাজেট দেড় লক্ষ টাকার মত। আমি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই।ফাহমিদ ভাই যদি অল্প বাজেটে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস আইডিয়া দিত খুবই উপকৃত হতাম।
আপাতত আপনি নিজেকে সকল বিষয়ে স্কিলড করে তুলুন এবং এর পাশাপাশি আপনার ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করুন। আর আপনার এই বিষয়টি বিবেচনায় রাখা হলো স্যার। ইন শা আল্লাহ দ্রুত আপডেট পাবেন।