নিশ সিলেকশান নিয়ে আমি একটু কনফিউশানে ছিলাম, তারপর আমি আমার সাপোর্ট এক্সিকিউটিভ বুলবুল আহমেদ ভাই কে জানাই। তারপর ওনি আমাকে ডেডিকেট সাপোর্টের লিংক দিলেন আমি সেখানে জয়েন হয়ে কোরবান আলি ভাইয়ার কাছে বিস্তরিত বললে ওনি আমাকে সবকিছু বুঝিয়ে দেন যা আমার খুবই উপকার হয়েছে এবং কনফিশান দূর হয়েছে।
আরেকটা জিনিষ খুবই ভালো লেগেছে, সেটা হলো ওনি প্রতি নামাজের সময় ১৫ মিনিট করে বিরতি নিয়ে নিজে নামাজ পড়েছেন এবং সবাইকে নামাজের জন্য আহবান করেছেন যেটা আমার কাছে খুব বেশিই ভালো লেগেছে।
যাইহোক পরিশেষে Stepup পরিবারকে ধন্যবাদ আমাদের জন্য় এমন ডেডিকটেড সাপোর্টের ব্যবস্থা করার জন্য।
আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট কিভাবে আরো ভালো করা যায় এবং কিভাবে আপনারা আরো বেশি উপকৃত হবেন আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেই চলেছি, ইন শা আল্লাহ। ধন্যবাদ আপনাদের স্টেপআপের সাথে থাকার জন্য।