আমরা পেইড ক্লাইন্ট হলেও রিভিউ পেইড নয়,,
টানা ২দিন জুমে লাইভ সাপোর্ট নিলাম, বলার সাথে সাথেই কানেক্টেড হচ্ছি। আমার সাপোর্ট এক্সিকিউটিভ @শাহরিয়ার ভাই অসাধারণ মানুষ। অনেক হেল্প পাচ্ছি।
পেইড বলে যে অনেক ধৈর্য নিচ্ছে এরকম টা নয়, তারা অনেক আগ্রহী আমাদের হেল্প করতে।জুম সাপোর্ট এ @মুসতাকিম ভাই ছিল অসাধারণ, সাথে @রাজু ভাই, @মিম আপু, @কুরবান আলী ভাই তারা অসাধারণ।
আমি চেস্টা করছি শেখার,অনেক কিছু জানি তবে তারা ধরে ধরে এমন কিছু শিখিয়ে দিচ্ছে যা আসলে বলার মত নয়,, এত সহজ ভাবে বলার পরে অথবা শেখানোর পরেও যদি কেউ আউটপুট না পান, তাহলে আর বলার কিছু নাই। তারা যথেষ্ট এক্সপার্ট তাদের থেকেও আরো ৩-৪ সেক্টর উপরে রয়েছে, বড়জোর তারা না পারলে তাদের এক সেক্টর উপরে হেল্পে যেতে হবে, আপনার কাজ ঐটার আগেই শেষ ।
আমি অফিসের সময় শেষ করেও তাদের মেসেজ দিয়ে পাচ্ছি। ঈদের পর মাত্র শুরু হলো। আরো আছে ৪মাস, খুব ভালো কিছু হতে যাচ্ছে ইন শা আল্লাহ ❤️