এখনও প্রশ্ন করার সময় আসেনি, তাই একটু ভূমিকার অবতারণা করার চেষ্টামাত্র।
ভালো কিছু পেতে হলে ধৈর্য্য ধারণ করা একান্ত প্রয়োজন ।টাকা রোজগারের সম্ভাবনা আছে বলে তা রাতারাতি হবে, পরিশ্রম না করে হবে এমনটা ভাবা বোকামী। ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক বিষয়টি সর্বাগ্রে বিবেচ্য বিষয় ।
আমি একজন ফুলটাইম চাকুরিজীবী। আমার কাজের স্থানের পাশাপাশি একজন সফল ডিজিটাল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি অনেকদিন যাবৎ । আশাকরি Stepupসেই স্বপ্নপূরণের প্রথম সোপান হিসেবে আলোর পথ দেখাবে । আমি ধৈর্য্য দিয়ে Stepupকে সহযোগিতা করতে চাই ।
মানুষের স্বভাব সবসময় পেতে চায়। কিন্তু কথায় আছে, “কিছু পেতে হলে কিছু দিতে হয়”। Stepup আমাদের দিবে সফল ডিজিটাল উদ্যোক্তা হওয়ার পথ দেখিয়ে; পক্ষান্তরে আমরা দিব ধৈর্য্য।
আমি ধন্যবাদ দিই Stepup Technology Ltd এর Managing Director & CEO জনাব Fahmid Al Nayem স্যারকে তার এই সুন্দর আয়োজনের জন্য। আমি আরও ধন্যবাদ জানাই আমার সার্পোট এক্সিকিউটিভ জনাব শাহরিয়ারকে, সার্বক্ষণিক যোগাযোগ রেখে সুন্দরভাবে এবং সাবলীল ভাষায় আমাকে দিক নির্দেশনা দেয়ার জন্য। অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে এই প্রত্যাশায়।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন,
Step up টীম যেন এভাবেই আপনাদেরকে সহযোগিতা করতে পারেন।
ভাই খুব সুন্দর লিখেছেন। আমিও ফুল টাইম জব হোল্ডার। আমারও সপ্ন ডিজিটাল উদোক্তা হওয়ার। আমরা সবাই ইনশাআল্লাহ ধৈর্য ধরে শিখে শিখে সামনের দিকে আগাবো।
দোয়া ও শুভকামনা রইল সবার প্রতি। ধন্যবাদ। 😊
ভাইজান এটা রিভিউ তে দিলে খুব সুন্দর একটা রিভিউ হতো । অনেক সুন্দর কথা বলছেন ।
yess 100 right