Niche Selection এর ব্যাপারে কিছু বিষয় জানার ছিল –
১. আমি গ্রামে থাকি আমার ইচ্ছা Physical Product নিয়ে কাজ করবো সে ক্ষেত্রে Product Soursing এর বিষয়ে আমার কোনো ধারণা নেয়, এ ব্যাপারে কি SetpUp Technology Ltd থেকে Help করা হবে? এবং গ্রামে থেকে কিভাবে Online কুরিয়ার এর সুযোগ সুবিধা পাবো ইত্যাদি বিষয়ে Details জানতে চাই।
২. Physical Product এর ক্ষেত্রে Dropshiping Business এর Oportunity কেমন বিস্তারিত জানতে চাই।
৩. পাশাপাশি Digital agency দিতে গেলে কি পরিমান Investment লাগবে Employ কিভাবে Soursing করবো এবং প্রাথমিক অবস্থায় কিভাবে তাদেরকে Salary দিবো ইত্যাদি বিষয় জানার ছিল।
আপনার কাজের জন্য সকল ধরনের গাইডলাইন আপনাকে দেওয়া হবে। ড্রপশিপিং এর ক্ষেত্রে আমাদের এই সিস্টেম যখন চালু হবে তখন থেকেই এই সেবা আপনি পাবেন। সার্ভিস প্রোভাইডিং এর ক্ষেত্রে ইমপ্লয়ি কিভাবে ম্যানেজ করবেন সে বিষয়ে গাইড লাইন দেওয়া হবে।