সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজ আমি আমার নিশের কনসালটিং এর জন্য জুম মিটিং-এ যুক্ত হয়েছিলাম এই প্রথম। প্রায় ১ ঘন্টা পর্যন্ত জুম মিটিং-এ স্টেপ আপের কর্তব্যরত স্যারদের সাথে কথা হয়, আলোচনা হয়। যারা আমার সাথে যুক্ত ছিলেন তাদের নাম যদিও মনে নেই এজন্য খুবই দুখিত কিন্তু আমাকে সুন্দরভাবে বিষয়টা নিয়ে বুঝিয়েছেন। তাদের সাথে আলোচনা করে ভালো লাগল। তাদের পরামর্শগুলো আমার জন্য অত্যন্ত ফলপ্রসু ছিল।প্রতিটি বিষয় ভেঙে ভেঙে বুঝিয়েছেন।এর ফলে সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হবে। যারা ওয়ার্কশপ মেম্বার রয়েছেন তারা কোন সমস্যা অনুভব করলে আপনার supportexecutive এর সাথে কথা বলুন সমাধান পেয়ে যাবেন। আমার supportexecutive Sahriar স্যারকে অনেক ধন্যবাদ যে, তিনি আমাকে তাদের সাথে যুক্ত হতে সহায়তা করেছেন। সকলে ভালো থাকুন, আপনাদের সকলকে ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন,
Step up টীম যেন এভাবেই আপনাদেরকে সহযোগিতা করতে পারেন।