আসসালামু আলাইকুম ! আমার প্রশ্ন বা মতামত: যদি Workshop Module কি এমন করা যেত না, সবগুলো কোর্সের বেসিক ভিডিও গুলো একসাথে গ্রাফিতে আপলোড করা? তা হলে যাদের যেমন Learning Skill আছে সেভাবেই গ্রহণ করতে পারতো। আমরা তো ৬ মাসের কোর্সে তিন মাস লার্নিং করে তারপর একশনে যেতে হবে। আমাদের সময়তো লিমিটেড যদিও সাপোর্ট আনলিমিটেড পাওয়া যাবে বলে ধারণা। আমরা চাই আমাদেরকে যে কোর্স গুলো করানো হবে তার সবগুলো ভিডিও আপলোড করা হউক সিকোয়েন্স অনুযায়ী। এবং এইসব কোর্সের মধ্যে যদি কোন আপডেট থাকে তা হলে সেটা পরবর্তীতে ভিডিও করে আপলোড করা যেতে পারে। ভিডিও গুলো আপলোড থাকলে আমাদের লার্নিং খুব সহজ হতো এবং সময় ক্ষেপন হতো না। এ সংক্রান্ত প্রশ্ন প্রায়শই কমিউনিটিতে দেখতে পাচ্ছি। আশা করি পেইড মেম্বারদের সুবিধার কথা চিন্তা করে আমাদের দিকে নজর দিবেন। ধন্যবাদ
আসসালামু আলাইকুম, এই ওয়ার্কশপে কিছু কিছু মেম্বার আছে বেসিক টুকু ও জানেন না। উনাদের কথা মাথায় রেখে ফাহমিদ স্যার এইভাবে ক্লাস দিচ্ছেন। একজন মেন্টর/ শিক্ষক ভালো বুঝেন উনার স্টুডেন্ট এর জন্য কোনটি ভালো হবে। এখন যে ক্লাস গুলো দেওয়া হচ্ছে এগুলো দেখে প্যাকটিস করলে একটি ক্লাসের জন্য একদিন লাগবে এবং মুভির মতো দেখলে ২ ঘন্টায় শেষ হয়ে যাবে। তাই, ক্লাস গুলো দেখুন প্যাকটিস করুন আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ।
Right sir
right
প্রশ্নকর্তার কথা শুনে মনে হচ্ছে উনি একটু এডভান্স লেভেলে আছেন। এই প্রশ্নের উত্তর টা প্রথম ক্লাসেই ফাহমিদ ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কেন একসাথে সব ভিডিও দিবে না। উনি প্রথম ক্লাস টাই মনোযোগ দিয়ে দেখে নাই দেখলে এই প্রশ্নই করতো না।
যারা আসলেই সত্যি সত্যি এডভান্স তাদের এই ওয়ার্কশপ প্রয়োজন হতো না। আপনি এডভান্স না বলেই, আপনার বিজনেস ভালো না বলেই আপনি ওয়ার্কশপে আসছেন। কাজেই সময় দেন। অস্থির হবেন না প্লিজ।
আমি সবসময় সবার মতামতকে শ্রদ্ধা ও সম্মান জানাই। এবং যুক্তি, তর্ক, নেগেটিভিটি সব জায়গায় থাকবেই এটাই স্বাভাবিক। নেগেটিভ চিন্তা না করে পজেটিভ থাকতে চাই। দিন শেষে সবাই বুঝতে পারবে কে কি উদ্দেশ্য নিয়ে Workshop এ জয়েন করেছেন। সবার উদ্দেশ্য সফল হউক এবং উদ্ধোক্তা হবার স্বপ্ন পূরণ হউক। ধন্যবাদ
আমিও আশা করি ভাল কিছু একটা হবে, কিন্তু এই যে ধরুণ কেশ ফ্লো নিয়ে ২য় ক্লাশ দেওয়া হয়েছে Execel সম্পর্কে। এ বিষয়গুলো খুবই সাধারণ, আজকাল ইউটিউবে এমন হাজারো ক্লাশ পাওয়া যায়। মেম্বারদেকে যদি #ফাহামিদ ভাই বলে দিতেন যে Excel বেসিক ক্লশটা Youtube থেকে দেখে নিবেন, তা হলেই মনে হয় আরো ভাল হতো। উনার অন্য কোন বিষয় নিয়ে কাজ করার সময় পেত। ধন্যবাদ
আমরা এমন একজন মেন্টরের স্টুডেন্ট হওয়ার সৌভাগ্য অর্জন করেছি যিনি আমাদের মনের মধ্যে সৃষ্ট হওয়া বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আগে থেকেই ক্লাসে আলোচনা করে আমাদের অবগত করেন। যার মধ্যে স্টুডেন্টরা কিভাবে ভালো করবে বা করতে পারে তা আমাদের থেকে মেন্টর নিজে বেশি চিন্তা করেন বলে আমি বিশ্বাস করি। এখানে আমরা সকলে মেন্টরের উপর ডিপেন্ড করি বলেই StepUp এর পরিবারে যুক্ত হয়েছি ভাল কিছু শিখা ও করার লক্ষ্যে। আর এই বিষয়ে মেন্টরের অর্থাৎ ফাহমিদ ভাইয়ের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাব বলে আশা রাখি। সকলে ধৈর্য্য ধারণ করে মেন্টরের নির্দেশিত পথ অনুসরণ করে নিজেদের ব্যবসায়িক জ্ঞানের পরিধিকে আরো বিস্তৃত করি যা আমাদের সফল ব্যবসায়ী হতে সাহায্য করবে। এখানে অংশগ্রহণকারী অনেকেই হয়তো ব্যবসায়িক টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা রাখেন। কিন্তু বেশিরভাগ ওয়ার্ক শপ মেম্বার বিগেনার। তাই তাদের কথা চিন্তা করে অভিজ্ঞরাও ধৈর্য্য ধারণের মাধ্যমে ক্লাসগুলো কন্টিনিউ করার বিশেষ অনুরোধ করছি। ধন্যবাদ
প্রশ্নকর্তার কথা শুনে মনে হচ্ছে উনি একটু এডভান্স লেভেলে আছেন।
আপনার জন্য দোয়া ও শুভকামনা