আমার কি একাউন্ট ম্যানেজার @Ashraful_Islam ভাই। ভাইয়ের সাপোর্টের কথা বলে শেষ করতে পারবো না। আমি দীর্ঘ তিন মাস STEP-UP এর সঙ্গে যুক্ত আছি। এই তিন মাসে আমি যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছি, আমার সাপোর্ট এক্সিকিউটিভ ❤️”@Ashraful_Islam ভাই”❤️ কে জানিয়েছি। উনি সর্বাবস্থায় আমাকে সকল ধরনের সাপোর্ট প্রদান করেছেন । এখন আমি স্টেপ আপ এর পক্ষ থেকে যে ওয়েবসাইটটি পেয়েছি, আমি যে আমার ই-কমার্স বিজনেস লাইফে এত ভালো একজন সাপোর্ট এক্সিকিউটিভ পাব আমার কল্পনাতীত ছিল। সত্যিই @Ashraful_Islam ভাই, আমি আপনার কাজের প্রতি মুগ্ধ। আমি আমার বিজনেস সামনে এগিয়ে নিয়ে যেতে পারব কিনা! কিন্তু আপনার সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে সাহস যুগিয়েছে । এখন আমার বিশ্বাস,আমি সফল হবো ইনশাল্লাহ🥰। ধন্যবাদ @Ashraful_Islam ভাই, এভাবেই পাশে থাকবেন।