আচ্ছালামুআলাইকুম ।
- ফাহমিদ ভাইয়ার 3 টি বুটকেম্পে আমি অংশ গ্রহণ করেছি ,, ওয়েব সাইট বানানো এবং পিক্সেল সেটাপ নিজে বাসায় ট্রাই করেছি,,ভাইয়ার ইউটিউব চ্যানেল দেখে। এখন যদি ফাইবার ও অন্য প্ল্যাট ফর্মে গিগ দেই । যদি বায়ার আসে ,, তাহলে আমি কি সাহায্য পাব..! আমি এজেন্সি নিশ সিলেক্ট করেছি।
আপনি যদি কোন বিষয়ে সার্ভিস দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে ।এক্সপার্ট না হলে আপনি মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। শুধু ইউটিউব দেখে প্র্যাকটিস করলে হবে না। আপনাকে প্রাকটিক্যাল লাইফে কাজ করতে হবে।
এক্সপার্ট হয়ে সার্ভিস দেওয়া আপনার জন্য ভালো হবে তা যে কোন মার্কেটে লোকাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট।
Okay Thank You for your support.