আমাদের তো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা শেখানো হবে বলা হয়েছিল ওয়ার্কশপে, যাতে আমরা নিজ থেকেই ম্যানেজ বা আপডেট করতে পারি। কিন্তু এখন ফাহমিদ ভাই বলছেন পরবর্তীতে আমাদের ওয়েব ডেভেলপার হায়ার করতে হবে, তাহলে কি সবসময়ই আমাদের ওয়েব ডেভেলপার এর উপর ডিপেন্ডেন্ট থাকা লাগবে?
আসসালামু আলাইকুম…
না ,আপনাদের ওয়েব ডেভলপার হায়ার করে তাদের উপর নির্ভর করতে হবে না।বিজনেস পরিচালনা করার জন্য আপনাদের যতটুকু ওয়েবসাইট ম্যানেজমেন্ট শেখা প্রয়োজন সম্পূর্ণ বিষয় শিখিয়ে দেওয়া হবে।আপনি যদি কোথাও গিয়ে প্রবলেম এ পড়েন তার জন্য তো আমাদের সাপোর্ট রয়েছে ।