আসসালামু আলাইকুম স্যার! আমার নিশ সিলেকশন অনেক আগেই করা আছে। অথ্যাৎ আমার যে ব্যবসায় ভাল লাগে, আমি সারাদিন যে ব্যবসায় সময় দিতে পারবো, যে ব্যবসা করতে এনাফ টেকনিক্যাল নলেজ লাগে তাও মোটামোটি আছে এবং বাকী যা লাগবে ক্লাশ করে ফিলাপ করতে পারব বলে মনে করি। তাই বলছিলাম আমাকে এবং আমার মতো যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের বিষয়ে কি আলাদা কোন উদ্যোগ আছে কি না? কারণ আমরা নতুনদের সাথে চলতে গিয়ে অনেক সময়ের অপচয় হয়ে যাবে বলে মনে করি। Stepup Support, Fahmid Al Nayem সাহেব আমাদের ব্যবসাকে পরবর্তী লেবেলে স্কেলএবল করার জন্য এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা রাখি। ধন্যবাদ
yes agree too
ধন্যবাদ
আমার ও সব কিছু রেডি আছে। Stepup আমাদের নিয়ে কিছু অন্তত ভাববেন আশা করি।
সেইম অবস্থা। আমরা এখন থেকেই শুরু করতে পারি।
agree
আপনাদের বিজনেস স্কেলএবেল করার জন্য সকল ধরনের সহযোগিতা এবং সাপোর্ট দেওয়া হবে। আপনাদের সকল প্রসিডিউর এর জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ
প্রসিডিউর গুলো কি কি জানতে পারি স্যার? ধন্যবাদ
আমিও সহমত
আমি একমত,
agree with it!!
ধন্যবাদ
Agree with you brother
ধন্যবাদ
Agree with this issue
I have same issue
Likes me. I am also running a business with a full setup that just needs to scale up.
Totally Agree
ধন্যবাদ
Agree
ধন্যবাদ
আমিও প্রায় তিন বছর যাবত অনলাইন ব্যবসার সাথে জড়িত আছি। এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো সেই আশা নিয়ে এসেছিলাম।
কিন্তু যেভাবে দিন দিন ক্লাস এগোচ্ছে মনে হচ্ছে অনেকটা সময় অপচয় হবে। আমাদেরকে ওয়েবসাইট দিয়ে দ্রুত ব্যবসা স্কেলিং এর ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। যেহেতু আমরা রানিং ব্যবসা করি। প্রোডাক্ট, অফিস, সব সেটআপ আমাদের আছে। শুধুমাত্র ওয়েবসাইট এবং কিভাবে স্ক্যালিং করা যায় সেটাই শিখা প্রয়োজন। আশা করি বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন।
আপনার যদি ওয়েবসাইট প্রয়োজন হয়। তাহলে আপনার সাপোর্ট এক্সিকিউটিভ কে জানান। তিনি আপনাকে ওয়েবসাইট দেয়ার ব্যবস্থা করবে এবং স্ক্যালিংও সাহায্য করবে। ধন্যবাদ
আমারও অনলাইনে রানিং বিজনেস আছে ফেনী শহরে একটি দোকানও দিয়েছি।
যারা অগ্রসর উনাদের জন্য আরেকটু এডভান্স ক্লাস দিলে ভালো হয়।
অথবা সাপ্তাহে ৪-৫ ক্লাস দিয়ে ওয়েব সাইট পর্যন্ত নিয়ে গেলে ভালো হয়।
এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
feni kothy? ami o feni theke join holam
I am also agree With you.
সেইম অবস্থা।
সহমত
মনের কথা বলছেন। আমাদের যাদের রানিং বিজনেস আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখলে ভালো হত৷ অনেক সময় অপচয় হয়ে যাচ্ছে৷ ওয়েটসাইট + স্কেলিং এ হেল্প দরকার আমাদের।
Yes
agree
ভাই আপনার প্রতি সহানুভূতি প্রকাশ করছি। ভাই এইবারের ওয়ার্কশপে গত বারের মতো করে স্টুডেন্ট দেড় আলাদা আলাদা ভাগ করা হয়নি। যেহেতু স্টেপ আপ এই আর্লি স্কেল করার অপসনটা রাখেনাই সেহেতু ভাইয়া আপনাকে আমাদের সাথেই যেতে হবে। এমতবস্থায় আপনি এই সময়ের ভিতরে ফাহমিদ স্যার এর ভিডিও গুলো দেখে নিজের স্কিল গুলোকে আরো একুরেট করে নিতে পারেন। যদি নিজের ভিতরে কোনো ছোট খাটো ভুল থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে।
ধন্যবাদ।