নতুন ক্লাস অ্যাড হলে কোর্সের কভার পেজে প্রোগ্রেস বারে ১০০% ই দেখায়। যার ফলে বোঝা যায় না যে ক্লাস অ্যাড হয়েছে কি না। কোর্সের ভিতরে ঢুকে চেক করতে হয়।
নতুন ক্লাস অ্যাড হলে যেন প্রোগ্রেস বার ১০০% থেকে কমে যায় কাইন্ডলি সে ব্যবস্থা করুন। (লাল মার্ক করা ছবির মতো)
জি আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যা।
যে ক্লাসটি শেষ করবেন, হাতের ডান পাশে উপরে Complete & Continue এই চেকমার্কটি দিলে পরবর্তী ক্লাস পাবেন পাশাপাশি percentage সঠিক ভাবে শো করবে।