বিষয় হলো ওয়ার্কশপ ব্যয় ২৫০০০ টাকা; ক্লাউড হোসিটং এক বছরের জন্য ১২০০০ টাকা এবং ডোমেইনেম ১৫০০ টাকা। মোট ৩৮,৫০০ টাকা খরচ করে আমরা একটি ওয়েবসাইট পাচ্ছি যার মেয়াদ ১ বছর। কারন এক বছর পর আবার রিনিউ করতে হবে। যদি ফাহমিদ আল নাইম ভাই বলে ছিলো কোন হিডেন চার্জ নাই।
প্রশ্ন ১ঃ ওয়েবসাইটে যে প্লাগিন ব্যবহার করা হচ্ছে সে গুলো কি এক বছর পর রিনিউ করতে হবে? যদি রিনিউ করতে হয় তাহলে কতটি প্লাগিন রিনিউ করতে হবে এবং তার খরচ কত হবে?
প্রশ্ন ২ঃ ক্লাউড হোস্টিং ম্যানেজ করার জন্য এক বছর পর কি ওয়ার্কশপ মেম্বারদের টাকা দিতে হবে, যদি দিতে হয় তাহলে সেটা কত টাকা?
প্রশ্ন ৩ঃ আমরা যারা এখনো ওয়েবসাইট নিই নাই ওয়েবসাইট নেওয়ার পর কতদিন আমাদের সাপোর্ট দেয়া হবে?
ধন্যবাদ
I have the same question
আপনার লিখিত বিষয়টি আপনার সাপোর্ট এক্সিকিউটিভ কে জানান।