আমরা এখন র্সাভার সাইট ট্রেকিং নিয়ে ক্লাস করেতেছি। আমি এখনো ওযেব সাইট নিতে পারিনি, টাকার সমস্যার কারনে এখনো নিতে পারিনি। এখন আমি ক্লাস করে প্রাকটিস করতে পারতেছিনা । প্রাকটিস করতে না পারার কারনে কাজ কাজ গুলো কতটা শিখতেছি সেটা বুঝতে পারছিনা । আমরা যারা সমস্যার কারণে এখনো ওযেব সাইট নিতে পারিনি, তাহলে আমরা এখন কি করতে পারি..
অনুগ্রহ করে একটি সমাধান দেওযার জন্যে অনুরুদ করছি ফাহমিদ স্যারেকে …
pantheon.io এর মাধ্যমে ফ্রিতে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সহজেই আপনি প্র্যাকটিস করতে পারবেন
হাতে কলমে অনুশীলন না করলে কতটা শিখেছেন তা আপনি কখনই জানতে পারবেন না। প্র্যাকটিস করতে হলে আপনি লোকাল সার্ভার দিয়ে একটি ওয়েবসাইট বানিয়ে প্র্যাকটিস করতে পারেন।
আপনি google এ গিয়ে localwp.com দিয়ে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেটি ডাউনলোড করে তার মধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে আপনি কাজ করতে পারবেন।এখানে খুব সহজেই আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন প্র্যাকটিস করার জন্য।