আজ আমি আমার ওয়েবসাইট বুঝে পেয়েছি।ওয়েব সাইটটি দেখে আমার খুব ভালো লেগেছে একদম আমার মনমত হয়েছে।২-১ কে বলতে দেখছিলাম ওনাদের নাকি ওয়েবসাইট পাওয়ার পর নিজেদেরই পছন্দ হয়নি।এব্যাপারে আমি বলবো আসলে আপনারা সঠিকভাবে ওয়েবসাইটটি সিলেক্ট করতে পারেননি।stepup ১৯+/- ওয়েব সাইট থেকে ১ টি ওয়েভ সাইট বেছে নেওয়ার অপশন দিয়েছিল।তাই যারা এখোনো নেননি তাদের বলবো আপনার প্রোডাক্ট এর সাথে ম্যাচ করবে ভালো করে দেখে ওয়েবসাইট সিলেক্ট করবেন।আমার সাপোর্ট এক্সিকিউটিভ #সুহানোর রহামান ভাই অনেক হ্যাল্প করেছেন ওয়েভসাইটের ব্যাপারে দ্রুত পাওয়ার জন্য।অনার ধৈর্য্য+বুঝানোর দক্ষতা আসলেই প্রশংসনীয়।ধন্যবাদ Stepup টিমকে।