আসসালামু আলাইকুম, আমদের মধ্যে অনেকে স্টুডেন্ট যারা বিজনে করার আগে জব করে তারপর বিজনেসে যেতে চাই। অথবা খুব ছোট থেকে শুরু করতে চাচ্ছি। কারণ আমাদের আর্থিক সমস্ত জায়গাটা অনেক ছোট, সেইক্ষেত্রে:-
প্রশ্ন ১. আমরা আমদের ওয়েবসাইট কত সময় পর নিতে পারবো? যদি ওয়ার্কশপ শেষ হওয়ার পর নিতে চাই তখন কি এখনকার মতো সুযোগ-সুবিধা থাকবে?
প্রশ্ন২. ওয়েবসাইট টা অনেক কস্টলি আর অনেক ভারি। এমন টা কি সম্ভব না আমরা হালকা ওয়েবসাইট নিলাম পরে আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী সেইটা বড় করলাম ? কারণ বাকিদের অবস্থা জানি না কিন্তু আমার ঐই মুহূর্তে এত টাকা খরচ করে ওয়েবসাইট নোয়ার আপাততো মত সমর্থ্য নাই । আর বিজনেস স্টার্ট এর ক্ষেত্রে ছোট বিজনেস অথবা জব দিয়ে শুরু করতে চাচ্ছি । তাই এত ভারি ওয়েবসাইট প্রথমেই প্রয়োজন হবে না।আর লাগবে না তা না, লাগবে কিন্তু পরে যখন বিজনেসটা বড় হবে।সেই ক্ষেত্রে আমাদের সমাধান কি ?