আচ্ছা আপনারা এখানে যারা ওয়ার্কশপে আছেন কেউ কি ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স করছেন কত টাকা খরচ পড়ছে কি কি ডকুমেন্টস লাগছে | আবার এখানে যদি কেউ পুরনো ব্যবসায়ী থাকেন তো আপনারা যখন করছেন তখন কত টাকা খরচ করছে এবং কি কি ডকুমেন্টস লাগছে কতদিনের মধ্যে পেয়েছেন?
স্যার, আপনার এই তথ্যের জন্য আপনি যদি নিজে একটু আপনার ইউনিয়ন পরিষদের যেয়ে তথ্যগুলো সংরক্ষণ করেন তাহলে সবচেয়ে সঠিক ডাটা পেতে পারেন। কারণ বাংলাদেশে ইউনিয়ন পরিষদের খরচের প্রকারভেদ ও ডকুমেন্টগুলো চাওয়া ভিন্নতা পরিলক্ষিত হয়।
ট্রেড লাইসেন্স আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে আজকেই পেয়েছে। সময় নিয়েছেন ৩০ মিনিট মতো। আমার শুধুমাত্র সুদ্ধ নামের জন্য আইডি কার্ডটি সামনে দিয়েছি। অতিরিক্ত আর কোন কাগজ-পত্র নেননি। টাকা লগেছে কয়েকটি খাতে যা ট্রেড লাইনেন্সে উল্লেখ আছে। যা হলো: পেশাকৃত্তি/বাণিজ্য কর: ৩০০টাকা + লাইসেন্স ফি-২০০ টাকা + ভ্যাট-৩০ টাকা। সর্বমোট=৫৩০ টাকা। ধন্যবাদ…
Thank you
আপনি কোন ক্যাটাগরিতে নিছেন লাইসেন্স
ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য।
Corporate address need for the trade licences? Catagory of your trade licences?
কর্পোরেট অ্যাড্রেস ওয়েবসাইট আছে যারা বিক্রি করছে আপনার চাইলে তাদের কাছ থেকে এড্রেস কিনে
সব মিলিয়ে ৪৫০টাকা নেয়।আইডি কার্ড সাথে নিলেই হবে।
thank you