” আমার সাপোর্ট টিমের Md Ariful StepUp কে বলছি!!!
” অভিজ্ঞতা এই জিনিস টি কেউ কাউকে শেখাতে পারে না। আমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পাতেন, কিন্তু যতক্ষণ না নিজেই অভিজ্ঞতাটি অর্জন করছি ততক্ষণে বিষয় টি আমি সত্যিকার উপলব্ধি করতে পারবো না। কারণ আমার আছে অজুহাত। আমি ব্যর্থ হলে তার যন্ত্রণা একদম একাকী আমাকে সইতে হবে।
আমি অজুহাত দেখিয়ে যখন উৎসাহ হারিয়ে ফেলি তখন আমাদের StepUp সাপোর্ট টিমের সবার ভরসা অত্যন্ত দক্ষ, নম্র, বিনয়ী ও সার্বক্ষণিক হেল্প ফুল Md Ariful ভাইয়ের অনুপ্রেরণায় আমার কাজকে আরও ত্বরান্বিত করে।
আমাকে স্বপ্নবাজ ও উদ্যমী হয়ে এগিয়ে যাওয়ার জন্য সার্বক্ষণিক আমাকে উৎসাহ ও মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। “জাযাকাল্লাহু খায়রান”।
অন্যের সাহায্য ছাড়া কর্মক্ষেত্রে বা যে কোনো কাজে সাফল্য অর্জন করা যায় না, অনেক অনেক শুভকামনা StepUp স্বপ্নবাজ টিম কে।