অনেক অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাইকে এতো সুন্দরভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমার কোনো রকম সমস্যা দেখা দিলে তিনি দ্রুত সমাধান করে দেন এবং তিনি অতন্ত্য আন্তরিক। খুবই ধৈর্য্যশীল ব্যাক্তি আমার ধারণা কারণ উনাকে আমি যখনই ডাকি তিনি সাড়া দেন কখনই বিরক্ত হন না। এবং এর সাথে ধন্যবাদ জানাই ফাহমিদ স্যার ও স্টেপআাপ টিমকে এত সুন্দর একটি সার্ভিস দেওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন ফি আমানিল্লাহ্।