কাজ করতে গিয়ে যখনি সমস্যা হয়েছে আমার কী একাউন্ট ম্যানেজার আশরাফুল ভাইকে নক দেওয়া মাত্রই খুবদ্রুত রেসপন্স করে হাসিমুখে সেটা সমাধান করে দিয়েছে। এমনকি আজকে ছুটির দিনেও ওয়েবসাইটের কিছু সমস্যা ঠিক করে দিয়ে, ফেসবুক পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্রাকিংসহ যাবতীয় সবকিছু বিজনেস ম্যানেজারে সেটআপ করে দিয়েছে।
আমি আশরাফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ফাহমিদ ভাইসহ স্টেপ আপ এর সকল টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম
আশরাফুল ভাই আমারও কি একাউন্টে ম্যানেজার।
আমার সাথেও খুব আন্তরিকতার সাথে এবং হাসিমুখে কথা বলে। যেকোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে এবং আমার যে কোন পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত নিতেও সহযোগিতা করছে। আমার তরফ থেকেও ধন্যবাদ ভাই এবং স্টেপ আপ কেও।