স্টেপআপ কে ধন্যবাদ জানিয়ে শুরু করছি।আমি রাজু আহমেদ মার্চেট নেভীতে জব করছি,বর্তমানে জাহাজে আছি সিংগাপুরে।অনলাইনে ব্যাবসা করার ইচ্ছা ছিল আগে থেকেই কিন্তু সঠিক উপায়ে কিভাবে কোথায় থেকে শুরু করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ সোলাইমান সুখন ভাই ফাহিম ভাইয়ের বুটকেম্প সম্পর্কে মার্কেটিং টি দেখতে পাই।তার ভিতর আবার ওয়ার্কসপ।দেরি না করেই ওয়ার্কসপের জন্য রেজিষ্ট্রেশন করে ফেলি।
গভীর সমূদ্র থেকে এমন সুপার একটি এজেন্সি টিমের সাথে সংযুক্ত হতে পারব,এটা সত্যি আসার অনেক বেশি ছিল।দেলওয়ার জাহান রাসেল ভাই আমার সাপোর্ট টিম মেনেজার অলরেডি তার সাথে ব্যাবসা সম্পর্কে অনেক কথা এবং সুপরামর্শ পেয়েছি। সামনে ইনশাআল্লাহ আরো অনেক কিছু পাব। ধন্যবাদ সবাইকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন স্টেপআপ টিম যেন এভাবেই সর্বদা আপনাদের পাশে থাকতে পারে।