Rony talukder ভাইয়া আমাকে অনেক সাহায্য করে। তাছাড়া অনেক কিছু টেকনিক্যাল প্রশ্নের উত্তর ও পেয়েছি। আমাকে সুন্দর করে বুঝিয়ে ও প্রাক্টিক্যালি দেখিয়ে দিয়ে থাকে
আমার , key account manager
Rony Talukder ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যখনই, ওনাকে knock করি, উনি আমাকে response করার পাশাপাশি, বন্ধুসুলভ কথা বলে… সমাধান করেন। ওনার সাফল্য কামনা করছি। আর একটা কথা না বললেই নয় উনি প্রায় আমাকে শুক্রবারেও সাপোর্ট দিয়ে থাকেন এবং অফিস টাইম শেষ হওয়ার পরেও উনি অনেক সময়ই আমাকে সাপোর্ট দিয়ে থাকেন তাই রনি ভাই আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই
সবশেষে StepUp কে সব কিছুর জন্য , কৃতজ্ঞতা জানাচ্ছি।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে Stepup Technology Ltd এর পক্ষ থেকে ধন্যবাদ।