আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার @Mim-StepUp কে ধন্যবাদ।
আমি আমি কোন সমস্যায় পড়লে অথবা কোন কিছু না বুঝলে যখনই আপুকে নক দিয়েছি সব সময় আপু আমাকে সর্বোচ্চ সাহায্য করেছে। সর্বশেষে আমি পিক্সেল সেটাপ কনভার্শন এপিআই সার্ভার সাইড ট্রাকিং এর ক্লাস গুলো করার সময় নিজে নিজে এগুলো করার চেষ্টা করছিলাম। বাট কোন কিছুতেই কাজ হচ্ছিল না আমি নিজে নিজে কাজগুলো করতে পারছিলাম না। তারপর আপুকে জানালাম এবং আপু আমাকে রাত জেগে এবং মাঝে মাঝে ফজরের পর আমাকে মেসেজ দিয়েছে তখনই বুঝতে পেরেছি উনি রাত জেগে আমার কাজটি করছে। কিছুদিন আগে আমাকে বলল আপনার সেটআপ সম্পন্ন হয়েছে কিন্তু আমি ঢাকার বাহিরে থাকায় কোন কিছু টেস্ট করতে পারিনি। আজকে সব টেস্ট করে দেখছি সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এরকম সাপোর্ট পেয়ে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য