আমি ওয়ার্কশপের বেশ কিছু বিষয় নিয়ে কনফিউজ ছিলাম, যেমন- লাইভ সাপোর্ট সিস্টেম, কোর্সের সময়কাল, উইনিং প্রডাক্ট, এমনকি আমার নিস্ নিয়েও কনফিউশনে ছিলাম।
এবং আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার সোহান ভাই খুবই রেস্পন্সিবল মানুষ উনি আমাকে আমার কনফিউশন গুলো সম্পর্কে রাত ১১:৩০ মিনিটেও ডিসকর্ডে কল দিয়ে ক্লিয়ার করেছেন। ধন্যবাদ সোহান ভাই এবং ধন্যবাদ Step up কে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
Doa korben vaia…