আমি একজন প্রবাসী, আমি সচরাচর কোন রিভিউ দেই না, এমনকি ফেসবুকে কমেন্টও করি না, তবে আজকে একটু অবাক হয়ে রিভিউ বলেন বা মতামত দিতে আসলাম, আমার মনে হল এই বিষয়গুলো আরো যারা মেম্বার আছে তাদের জানা উচিত,, আমার সাপোর্ট এক্সিকিউটিভ Rony Talukder ভাই, আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়েছেন, কিন্তু ওনাকে আমি একটু কৌতুহলি সাপোর্ট নেওয়ার পর, একটা প্রশ্ন করার পরে আমি খুব অবাক হই? তাকে জিজ্ঞাসা করলাম এখন তো আপনাদের ছুটি আপনি কেন আমাকে এত সুন্দর সার্ভিস দিচ্ছেন, আপনিতো রিপ্লে না দিলেও পারতেন যেহেতু ছুটির নোটিশ দেওয়া হয়েছে, Rony Talukder ভাই আমাকে বললেন, আমার GM পারভেজ স্যার, মেম্বারদের কথা চিন্তা করে স্যার ছুটিতে যাননি,আপনাদের সার্ভিস আরো ভালো করার জন্য স্যার ছুটিতে যাননি, আমি তো ছোট একজন Stepup এর কর্মী, স্যারের তুলনায় তাও তো আমি যথেষ্ট ছুটি কাটাচ্ছি, এর পাশাপাশি আমি আপনাদের সাথে কানেক্ট হচ্ছি এটা আমার কর্তব্য স্যার। সত্যি অসাধারণ, আমার মনে হল এই বিষয়গুলো আমাদের সকল ওয়ার্কশপ মেম্বার দের জানা উচিত,Stepup আমাদের কত ভালো সাপোর্টের ব্যবস্থা করেছেন, স্যালুট জানাই Stepup কে, স্যালুট জানাই Rony Talukder ভাইয়ের স্যারকে