১০০% চাওয়ার চেয়ে ২০০% পেয়ে যাই সাপোর্ট এ।
বিশেষ করে আমার সাপোর্ট এক্সিকিউটিভ আজাদ ভাই কে ধন্যবাদ সব সময় সহযোগিতা করার জন্য।
আজাদ ভাই এর বাবা অসুস্থ সবাই আজাদ ভাই এর বাবার জন্য দোয়া করবেন। আজাদ ভাই হাসপাতালে থেকেও সাপোর্ট দিয়ে যাছচেন।
আর আমি আজ পযন্ত বহুবার সাপোর্ট নিয়েছি সব সময় ১০০% এর মধ্যে ২০০% সাপোর্ট পেয়েছি।
ধন্যবাদ StepUp এর সকল পরিবারের সদস্যদের।
সকলের জন্য দোয়া অফুরন্ত।