আমার কনটেন্ট নিয়ে অনেক সমস্যা ছিল তাই আমি আমার সাপোর্ট এক্সিকিউটিভ আব্দুল্লাহ ভাইকে জানাই, তিনি আজ আমাকে বিজনেস কনসালটেন্সি এর লাইভ সাপোর্টে যুক্ত করিয়ে দেন। সেখানে ছিলেন মোস্তাকিন ভাই, মিম আপু এবং রুপসানা আপু।
রুপসানা আপু একটি ব্যবসার প্রতিটি ধাপ কিভাবে শুরু করতে হয় এবং কনটেন্ট সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা প্রদান করেন। তাদের এই দিক নির্দেশনা পেয়ে আশা করি আমার সমস্যা সমাধান করতে পারবো।
আর তাই ধন্যবাদ জানাই রুপসানা আপুসহ সকল স্টেপআপ টিম মেম্বারকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমার সাপোর্ট এক্সিকিউটিভ আব্দুল্লাহ ভাইকে।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।