StepUp এর সাপোর্ট নিয়ে সব সময়ই আমি সন্তুষ্ট। ব্যাস্ততার কারনে রিভিউ দেওয়া হয়না।এক্সিকিউটিভ সোহান ভাই খুব ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে।আশা রাখি এইভাবে সব সময় সাপোর্ট দিয়ে যাক।কিছুদিন আগে ডেডিকেটেড সাপোর্ট টিমের সাপোর্ট নেওয়ার সুযোগ হয়েছিলো আলহামদুলিল্লাহ। মিম আপু ও মুস্তাকিম ভাই খুব ভালো ভাবে একটা জটিল বিষয় খুব সহজ করে বুঝিয়েছিলেন।ওভার অল ১০/১০।বাংলাদেশে এমন সাপোর্ট সিস্টেম কোথা আছে কিনা সন্দেহ। আল্লাহ আমাদের সবাইকে StepUp এর হাত ধরে ভালো কিছু করার ব্যবস্হা করুন আমিন। StepUp সামনে এগিয়ে যাক।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতাম শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য, আশা করি ভাল কিছু হবে ইনশাআল্লাহ।