আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। প্রথমে ভাইয়া বলেছে কয়েকটা ডিজিটাল প্রোডাক্ট দিবে। এইগুলা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ২টি দেশ এ মার্কেটিং করে কাজ করবো।
আমার কিছু প্ৰশ্ন আছে —
১. যদি আমি শুধু বাংলাদেশ মধ্যে কাজ করি তাহলে ওয়েবসাইট মধ্যে কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবো।
২. যদি আমি বাংলাদেশ ছাড়া বাইরের দেশ এ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে ওয়েবসাইট মধ্যে কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবো।
৩. ভাইয়া ssl কমার্স কথা বলেছে এইটা নিতে কি কি ডকুমেন্টস লাগবে?
৪. আমরা যেহেতু কোনো ফিজিক্যাল প্রডাক্ট নিয়ে কাজ করবো না। কোনো প্রোডাক্ট জামেলা নাই। তাহলে আমাদের কি ট্রেড লাইসেন্স , বিন আইডি , ডিবিআইডি , টিন এইগুলা লাগবে কিনা ?
৫. এমন কোনো পেমেন্ট গেটওয়ে অথবা প্লাগিন আছে ডিজিটাল প্রোডাক্ট জর্ন্য যেইগুলার জর্ন্য উপরোক্ত ডুকুমেন্টস গুলা লাগবে না।
৬. যেহেতু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বাসায় বসে কাজ করবো , এই ডুকুমেন্ট গুলা করতে অনেক পেরা। অনেক জায়গায় ট্রেড লাইন্সেন জর্ন্য যে কর্পোরেট ঠিকানা ব্যবহার করতে হচ্ছে যেইটা আমাদের নেই। আপনারা বলছেন অনেক জায়গায় এইরকম ঠিকানা কেনা যাই। বিসনেস শুরু না করার আগে এইটা সম্বভ হচ্ছে না। তাই অল্টারনেটিভ কোনো অপসন আছে কিনা যারা শুধু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবে তাদের জর্ন্য।
ওয়ার্কশপ এমন কোনো ভাই যদি থাকেন যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন , আপনারা কি করছেন কিভাবে করছেন একটু পরামর্শ দিবেন।
শুধু বাংলাদেশে ওয়েবসাইটে পেমেন্ট গেটে ব্যবহারের জন্য আপনি ssl কমার্স নিতে পারেন এতে আমাদের দেশের সকল পেমেন্ট সিস্টেম রয়েছে যেমন বিকাশ নগদ রকেট ব্যাংক ট্রান্সফার ইত্যাদি
দেশের বাহিরে স্ট্রাইপ, পেপাল্ গুগল প্লে ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে সার্চ করলে অনেক ইন্টারন্যাশনাল পেমেন্ট পেয়ে যাবেন।
ssl কমার্স ওয়েবসাইটে চলে যান কি কি ডকুমেন্টস লাগবে ডিটেলস দেখতে পারবেন অথবা সাপোর্টে কথা বলেন তারা আপনাকে সকল বিষয় জানিয়ে দেবে
ট্রেড লাইসেন্স , বিন আইডি , ডিবিআইডি , টিন লাগবে ।
যাতে করে আপনার কম্পিটিটাররা আপনার বিরুদ্ধে কোন কমপ্লেন বা আপনার নামে কোন কেস না করতে পারে