সার্ভার সাইড থেকে যদি ট্র্যাক করা যায় তাহলে ব্রাউজার সাইড ট্র্যাকিং এর কি কোন প্রয়োজন আছে ?
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
জি,দুইটা জিনিস এই প্রয়োজন আছে
Details bolun Kindly
ব্যাখ্যা করুন প্লিজ?
আপনি কি ফাহমিদ ভাই এর ওয়ার্কসপের একটা ক্লাস ও করেন নাই?
Server side tracking enable thakle, browser side tracking keno proyojon, eta kono video te bola nai. Cause, data to server side theke thik thak paoya jasse. 2 jaygay enable thakle stape.io sob data 2 bar count korbe.
আপনি যদি পোস্ট এডিট না করে থাকেন তাহলে আমি আপনার প্রশ্ন ভুল পরেছি, তাই রুড কমেন্ট করে ফেলেছিলাম(ওইদিন মাথা ঠিক ছিল না, দেশের অবস্থাও ভালো ছিল না), তাই আমি আন্তরিক ভাবে দুঃখিত।
আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ওয়ার্ক্সপে বা ক্লাসে এখনো এই টপিকে কিছু বলা হয় নি কারন এটা এডভান্স ব্যাপার (বুঝে নেয়ার ব্যাপার)। পরে আশা করি বলা হবে। আমি যা অল্প জানি তা থেকে বলছি, ভুল বললে এক্সপার্ট কেউ ধরিয়ে দিয়েন।
আপনার সব ডাটা সার্ভার এ নেয়া উচিৎ হবে না কারন সার্ভার স্টরেজ কস্টলি। মেক্সিমাম ব্রাউজার থেকে নিবেন। শুধু ইম্পর্টেন্ট ডাটা সার্ভার দিয়ে নিবেন। তাহলে আপনার কস্ট কাটিং হবে।
তাছাড়া সব সার্ভার দিয়ে নিলে কেউ যদি আপনার ওয়েবসাইটে বট স্পামিং করে তখন আপনার সার্ভার ফেক ডাটা দিয়ে অভারলোড হয়ে যাবে, টাকা নস্ট হবে। আবার হঠাৎ ট্রাফিক স্পাইক হলে সার্ভার লিমিট শেষ হয়ে ডাটা লস করতে পারেন। তাই ব্রাউজার ট্রাকিং সাথে থাকা ফেইল সেফ ও বেস্ট প্রাক্টিস। ওয়ার্ক্সপে বা ক্লাসে অনলি “বেস্ট প্রাক্টিস” বলছেন ফাহমিদ ভাই।
*ব্রাউজার ডাটা stape.io তে যাবে না, শুধু সার্ভার ডাটা যাবে।
*সার্ভার ১০০% ডাটা কলেক্ট করতে পারবে কিনা আমার সন্দেহ আছে, তাই সাথে ফ্রী ব্রাউজার ডাটা থাকলে ডাটা লসের চান্স আরো কমে।
Ami post edit kori ni. Thank you for your reply.
আসসালামু আলাইকুম ভাইয়া যখন ব্রাউজার সাইট ট্র্যাক করতে না পারে। তখন সেটা সার্ভার সাইড টেকিং হয়। আর যেটা সার্ভার ট্রাকিং করে ওটা ব্রাউজার ট্র্যাকিং করতে পারে না। এখন বলতে পারেন সার্ভার আর ব্রাউজার যদি একসাথে ট্র্যাকিং করে। এক সাথে ট্রেকিং হবে না কারণ ইভেন্ট আইডি যদি বসান তাহলে ওই ইভেন্ট আইডি বুজতে পারে কোনটা সার্ভার থেকে ট্যাকিং হয়েছে আর কোমটা ব্রাউজ থেকে হয়েছে।
*আমার ভুল হলে এক্সপার্ট কেউ ধরিয়ে দিয়েন।
যখন একজন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে পার্চেজ করবে তখন সেই ডাটা GTM ব্রাউজার থেকেও পাবে, সার্ভার থেকেও পাবে। ব্রাউজার এর ডাটা পেলে সার্ভার এর ডাটা নিবে না এমন সিস্টেম করা যায় কিনা আমি জানি না। মেবি যায় না। গেলে ফেবু তে ডিডুপ্লিকেট করার দরকার পরতো না। সেম ডাটা যখন ফেবু ব্রাউজার থেকেও পাবে, সার্ভার থেকেও পাবে তখনি ইভেন্ট আইডি এর মাধ্যমে ফেবু বুঝে যাবে এটা একই কাস্টমার। আর ব্রাউজার যদি ডাটা মিস করে তখন তো সার্ভার থেকেই পেয়ে যাচ্ছে, ডিডুপ্লিকেট হওয়ার দরকার পরছে না।