আমরা যারা এই ওয়ার্কশপে আছি, তারা সবাই তো আর এজেন্সি নিয়া কাজ করবো না। কেউ সার্ভিস নিয়া, কেউ এজেন্সি নিয়া, কেউ ডিজিটাল প্রডাক্ট নিয়া, আবার কেউ ফিজিক্যাল প্রডাক্ট নিয়া কাজ করবো। আমাদের মেটা মার্কেটিং ক্লাশে যে সেলস এড ক্যাম্পেইন দেখানো হচ্ছে, সেগুলো সব তো এজেন্সি নিয়া দেখানো হচ্ছে। এখন সবার পক্ষ থেকে আমি বলতে চাই বা রিকোয়েস্ট করতে চাই যে, আমরা যারা ফিজিক্যাল প্রডাক্ট নিয়া কাজ করবো, তাদের জন্য ফিজিক্যাল প্রডাক্ট নিয়া অন্তত একটা সেলস এড ক্যাম্পেইন করা হোক। তাহলে সবার অনেক উপকার হবে এবং আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব । ধন্যবাদ !
আসসালামু আলাইকুম, আপনি মনোযোগ দিয়ে ক্লাস গুলো দেখুন এইখানে অনেক প্রশ্নের উত্তর পাবেন। অপেক্ষা করুন ফিজিক্যাল প্রোডাক্ট এডস রান নিয়ে ও ধারনা দেওয়া হবে। ধন্যবাদ।
স্যার, আমি সব গুলো ক্লাশই মনোযোগ দিয়ে দেখেছি এবং এখনও দেখি। এমনকি বুট ক্যাম্পের ভিডিওগুলোও আমি সব দেখেছি এবং এখনও মাঝে মাঝে দেখি। সব জায়গায়ই দেখলাম এজেন্সি নিয়া সেলস এড দেখানো হয়েছে। তাই অনুরোধ করছি যাতে ফিজিক্যাল প্রডাক্ট নিয়া অন্তত একটা হলেও সেলস এড রান করা হয়।
এটা শুধু আমার না, আমার মত অনেক স্টুডেন্টদের চাওয়া । আশা করি ফাহমিদ স্যার আমাদের এই আশাটা পূরন করবেন। ধন্যবাদ !
সহমত পোষণ করছি।
সহমত পোষণ করছি।
সহমত পোষণ করছি, ফিজিকাল প্রডাক্ট নিয়ে এড রান দেখতে চাই।
সহমত পোষণ করছি
সহমত