Support Executive Manager হিসেবে Ashraful ভাইয়া একজন অসাধারণ মানুষ। আমার যখনই Support দরকার হয়েছে তখনই ওনাকে পেয়েছি। Message দেওয়ার সাথে সাথে উনি Replay দেন। উনি প্রত্যেকটা বিষয়েই অসাধারণ জ্ঞান রাখেন এবং সবকিছু সময় নিয়ে ভালো ভাবে বুঝিয়ে দেন, কখনো বিরক্ত হন না। আমি যাতে কাজগুলো ভালোভাবে করতে পারি সেজন্য উনি home task দিয়ে থাকেন। আমি উনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করি।