আলহামদুলিল্লাহ! ডোমেইন, হোস্টিং এর জন্য পেমেন্ট করেছি যদিও একটু দেরি হয়েছে। আমার সাপোর্ট এক্সিকিউটিভ আশরাফুল স্যার আমাকে একটি ডেমো ওয়েবসাইট দেখার জন্য দিয়েছেন। ডেমো ওয়েবসাইট দেখেই অনেক ভালো লাগতেছে এটা ভেবে যে, এই রকম সুন্দর ওয়েবইট আমারও হবে। স্টেপআপ এর সাথে পরিচয় না হলে এরকম কখনও আশা করতাম না, এই চিন্তা মাথার মধ্যেও আসতো না। স্টেপআপ টীমকে অনেক ধন্যবাদ, টীমের জন্য দোয়া, শুভেচ্ছা, ভালবাসা, শ্রদ্ধা, শুভকামনা সবসময়।
কোন সমস্যায় আশরাফুল স্যারকে মেসেজ করা মাত্রই ডিসকোর্ডে কানেক্ট হয়ে সাপোর্ট দিয়েছেন, আশরাফুল স্যার অনেক হেল্পফুল, সাপোর্ট দেওয়ার সময় সকাল, দুপুর, রাত কিছুই মনে করেন না। এরকম সাপোর্ট কন্টিনিউ থাকলে আমরা নিশ্চয়ই সফল হব। ♥