আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ Stepup familyr সবাইকে।
গতকাল একটা প্রব্লেম নিয়ে আমার কী একাউন্ট ম্যানেজার Sahriar ভাই কে ডিসকোর্ড এ জানালে
আমাকে কল দিয়ে anydesk এর মাধ্যমে ,খুব আন্তরিকতার সাথে সাপোর্ট দেয়।
নিস্ সিলেকশন নিয়ে সমস্যায় আছি।
আসা করি খুব শীঘ্রই সমাধান পাবো ইনশাআল্লাহ।
নিস্ সিলেকশন নিয়ে কারো পরামর্শ থাকলে জানাবেন দয়া করে.
সবাইকে অনেক ধন্যবাদ।
নিশ সিলেকশনের ক্ষেত্রে যথাসম্ভব আপনার কম্ফোর্ট জোন আর প্রোডাক্ট ম্যানেজিং এর ক্ষমতা বিবেচনায় রাখবেন। এতে করে সেই নিশ নিয়ে কাজ করা আপনার জন্য লাভজনক হবে ইন শা আল্লাহ।
সাপোর্ট কিভাবে আরো ভালো করা যায় এবং কিভাবে আপনারা আরো বেশি উপকৃত হবেন আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেই চলেছি, ইন শা আল্লাহ। ধন্যবাদ আপনাদের স্টেপআপের সাথে থাকার জন্য।