- আলহামদুলিল্লাহ আমার সাপোর্ট এক্সিকিউটিভ রাহাত হোসেন পাটেয়ারী ভাই খুব বেশি হেল্পফুল।যখনই কোন সমস্যায় পরি দিন রাত ২৪ ঘন্টার যখনই ডিসকর্ট এ ম্যাসেজ/কল দেই সাথে সাথে সমস্যা সমাধান করে দেন।প্রায় সময় ছেট খাটো বিষয় নিয়েও নক করি ভাইয়া বিরক্ত না হয়ে সময় নিয়ে ধর্য ধরে সমাধান করে দেন।ভাইয়ার সার্ভিস মনে হয় যেন আমার সামনে বসে করে দিচ্ছে এমন।আসা করি এ সাপোর্ট এ অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ এত বড় প্লাটফর্ম এর সাথে যোগ দিতে পেরে।