কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর আশা করছি
1, মিটআপ নিয়ে 1টা প্রশ্ন করেছিলাম সেটা মুছে ফেলা হয়েছে কেনো? তাহলে আমাদের মিটআপ করানো হবে না? বিষয়টি জানাবেন ।
2, ১ম ব্যাচে ৬ মাস সময় ছিলো তাহলে আমাদের ৫মাস কেনো ?
এর মধ্যে কাজ শুরু করার পর ১ থেকে ২ মাস সাপোর্ট পাবো, যারা নতুন আছে তাদের কি এতো কম সাপোর্ট কোনো কাজে আসবে? সেল করার আগে পর্যন্ত এই সাপোর্ট তো তেমন কাজে আসছে না ।নতুনরা তো এখান থেকে বেনিফিটেড হতে পারলো না তাহলে । নতুনদের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে জানাবেন?
3, আমাদের winning product দেয়ার কথা বলা হয়েছিল, তাহলে আমরা winning product পাবো কি না ?
এবং কোন কোন product কোথায় থেকে সোর্স করবো সেটিও জানানোর কথা বলা হয়েছিল বিষয় গুলো পরিষ্কার করবেন। ধন্যবাদ
১। আপনার করা প্রশ্ন বিতর্কিত হওয়ায় রিমুভ করা হয়েছে। আমাদের রুলস হচ্ছে এখানে গ্রপিং নিষিদ্দ্ব, আপনার পোস্টের মাধ্যমে এর সম্ভাবনা দেখা দেওয়ায় রিমুভ করা হয়েছে।
২। আপনাদের প্রয়োজন অনুযায়ী সাপোর্টের সময় বাড়ানো হবে।
৩। উইনিং প্রোডাক্ট পাবেন, সোর্সিং আপনাকে করতে হবে।
গ্রাফির হোম পেইজ এ তো এইটা লিখা আছে।
Winning Product
প্রতি সপ্তাহে ১ টি করে Winning Product শেয়ার করা হবে এবং ঐ প্রোডাক্ট সোর্সিং সহ ফেসবুক এড টার্গেটিং সবকিছুই প্রোভাইড করা হবে
আমি সবার এক সাথে সাক্ষাতের কথা বলেছি, যেটা তা আমাদের জন্য ভালো
হবে ব্যবসার ক্ষেত্রে, তো এখানে বিতর্কিত কথা কোনটা আমি ঠিক বুঝলাম না,
আমাদের মিট আপ হবে না ?
প্রডাক্ট সোর্স, মিট আপ এর জন্য আমরা আপনাদের একটি চ্যানেল করে দিবো, যেহেতু প্রডাক্ট সেল করার আগে লারনিং করা প্রয়োজন তাই আগে Larning Part Complete করানো হবে তারপরত dropshipping সহ আরও অন্যান্য সব কিছু ওপেন করা হবে ইনশাআল্লাহ।