আসসালামু আলাইকুম, আমি হিমেল। আমি সকল সদস্যদের কে অভিনন্দন জানাচ্ছি স্টেপআপ ওয়ার্কশপ এ যুক্ত হবার জন্য। আশা করি আমরা এখন থেকে ভালো কিছু নিয়ে আমাদের যাত্ৰা শুরু করতে পারবো। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোর্স এর চ্যাপ্টার গুলো ভালো ভাবে বুঝেছি। তবে একটা বিষয় নিয়ে সমস্যায় আছি, তাই আপনাদের হেল্প চাই। প্রোডাক্ট সোর্সিং নিয়ে যাদের বেসিক ভালো তারা কাইন্ডলি হেল্প করবেন, কারন ই-কমার্স বিসনেস করতে গেলে নিস সিলেকশান যেমন জরুরি তেমনি প্রোডাক্ট সোর্সিং ও গুরুত্বপূর্ণ। যদি আমি বাইরে থেকে মেইনলি চায়না থেকে প্রোডাক্ট আনতে চাই তখন আমার কি কি জানা দরকার, কি কি হিসাব করা দরকার, কোন মাদ্ধমে আনলে খরচ কম পরবে এসব যারা ভালো জানেন তারা একটু হেল্প করবেন। আর আমার মনে হয় প্রোডাক্ট সোর্সিং এর উপর ১-২ টা ক্লাস দিলে সবার উপকার হতো। ফাহমিদ ভাই বলেছিল প্রয়োজনে গেস্ট মেন্টর দিয়ে এক্সট্রা ক্লাস দিবে। আমার প্রোডাক্ট সোর্সিং এর উপর ক্লাস দরকার, যদি আপনাদের ও মনে হয় আপনাদের এই বিষয়ে হেল্প দরকার তাহলে যার যার দরকার তারা ফাহমিদ ভাইকে রিকোয়েস্ট দিয়েন। আর যারা জানেন তারা আমাকে একটু হেল্প করেন। ধন্যবাদ।
প্রডাক্ট সোর্স এর জন্য আমরা আপনাদের একটি চ্যানেল করে দিবো, যেহেতু প্রডাক্ট সেল করার আগে লারনিং করা প্রয়োজন তাই আগে Larning Part Complete করানো হবে তারপরত dropshipping সহ আরও অন্যান্য সব কিছু ওপেন করা হবে ইনশাআল্লাহ।
আপনাকে ধন্যবাদ।
এই ড্রপসিপিং কি কোর্স শেষ হবার আগেই শুরু হবে?
জ্বি ফাহমিদ ভাই বলেছিল।