আমি নিশ হিসাবে ক্লথিং ব্র্যান্ড নিজে কাজ করতে চাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো উদাহরন আমি একটা নিশ শার্ট , এখন এই শার্ট যদি আমি মার্কেটিং করি সেক্ষেত্রে কি আমার আইনি কোন জটিলতা হতে পারে না? কারণ আমি যে শার্ট টি নিয়ে কাজ করবো সেটি তে অন্য কোম্পানানির লেবেল দেওয়া আছে । আমি যেহেতু নতুন শুরু করবো আমার দ্বারা তো এখন নিজের ব্র্যান্ড এর লেভেল দিয়ে শুরু করা পসিবল না । আমি যেহেতু ফেসবুক মার্কেটিং করবো তাহলে সেই কোম্পানি কি চাইলে আমাকে মামলা দিতে পারে না?
এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার Support executive এর সাথে কথা বলুন। কেননা এখানে অনেক বিষয় আছে যেটা লিখে বুঝান যাবে না।
ঠিক আছে ধন্যবাদ