আসসালামু আলাইকুম,
আমরা যারা স্কিল শিখে জব করব আমাদেরকে কি ফেসবুক পেজ সেটআপ করতে হবে?আমাদেরকে কি কেটাগোরী অনুযায়ী ভাগ করা হবে? পাঁচ মাসের কোর্স অথচ ডিজিটাল সার্ভিস থেকে আমরা যারা স্কিল শিখে জব করব বলে ভাবছি আমরা পিছিয়ে পরছি বলে মনে হচ্ছে।সামনে যে দুই আড়াই মাস বাকি আছে এই সময়ের মধ্যে কি আমরা গুছিয়ে উঠতে পারব।বুটকেম্পে সবাইকে ওয়েবসাইট দিবে বলেছিল তো আমরা কি ওয়েবসাইট পাব?
আপনি জব করবেন কোনো ক্লায়েন্ট এর ব্যাবসা গ্রো করতে । এই পদক্ষেপ গুলো যদি আপনি আয়ত্ব করতে পারেন তবে আপনার ক্লায়েন্ট এর ব্যাবসায় আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। সেক্এষেত্ইরে ক্লায়েন্টকে সেটিস্ফাই করা আপনার জন্য সহজ হবে । কোর্সে দেখানো সকল বিষয় শেখা জরুরি আপনি যাই করার সিদ্বান্ত নিয়ে থাকেন না কেন।
সবাই ওয়েবসাইট পাবেন।