- স্যার আমি এখন পযন্ত কোন বিজনেস শুরু করি নি সেক্ষেত্রে আমার কি প্রথমত কোনটা নিয়ে কাজ করা দরকার। পেজ খোলা, না ডমিন কেনা?না ওয়েব সাইড পাওয়ার পর পেজ খোলা বা ডমিন কিনতে হবে।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আসসালামু আলাইকুম, আপনি নিশ সিলেকশন করে পেইজ তৈরি করবেন এবং নিয়মিত পোস্ট করবেন ফলোয়ার বাড়াবেন। এরপর মেটা মার্কেটিং ক্লাস দেখে এগুলো শিখবেন তারপর ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করে নিবেন। এর পর বিজনেস শুরু করবেন।
ভাই আপনি যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে সবার আগে নিশ সিলেকশন করে মার্কেট রিসার্চ করতে পারেন। যদি আপনার নিশটা Blue Ocean Strategy,মার্কেট রিসার্চ,প্রোডাক্ট মার্কেট ফিট,টাইমিং ফিট,হিডেন ডিমান্ড,ওয়াও ফ্যাক্টর,প্রব্লেম সলভিং,সাপ্লাই কম ইত্যাদি সূত্রের ভিতরে পরে তাহলে আপনি আপনার বিজনেস এর জন্য একটা নাম রিসার্চ করে সেই নাম দিয়ে একটা ফেইসবুক পেজ খুলে অর্গানিক পোস্ট করতে পারেন। কিছু দিন আপনার ফেইসবুক পেজ টাকে অর্গানিকলি Grow করে ডোমেইন হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরী করে বিজনেস এর প্রস্তুতি নিতে পারেন। বিজনেস শুরু করার পূর্বে ওই বিজনেস সম্পর্কিত কাশ্ফলোও বানিয়ে ফেলতে হবে।
বি:দ্র: ভাই এখানে কম্পিটেটর রিসার্চ করা এবং যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ সম্পর্কে এবং ওই নিশের কাস্টমার বেজ এবং কাস্টমার জার্নি সম্পর্কে এ টু জেড একটা সু স্পষ্ট ধারণা রাখা একদম বাধ্যতামূলক।
ধন্যবাদ।