আমি সিধান্ত নিয়েছি আমি নিজেকে একজন e-commerce manager হিসেবে গড়ে তুলবো। আমি একজন স্টুডেন্ট আমার নিজের পড়াশোনার খরচ চালানো বাদে এখন তত বেশি তারা নেই। আর আমি চাই ভবিষ্যতে ১.৫/২ বছর e-commerce manager হিসেবে কাজ করে। নিজে একটা মার্কেটিং এজেন্সি + নিজের ব্যবসা দাড় করাতে। এইটা হচ্ছে আমার পুরো goal.. আমার goal achieve করার জন্য কি এইটা ঠিক হবে কিনা প্লিজ জানাবেন।
আপনার সিদ্বান্তকে আমি সম্মান জানাই। কিন্তু আপনি যেকোনো একটি গোল নিয়ে এগিয়ে যান সেটাই ভালো হবে। আপনি ই-কমার্স ম্যানেজার হওয়ার জন্য নিজেকে স্কিল্ড করুন, সেটি আয়ত্ব করে নিতে পারলেই ব্যাবসার চিন্তা করবেন ইন শা আল্লাহ।
জ্বি ধন্যবাদ। আমি সেটাই বুজিয়েছি। আগে ই- কমার্স ম্যানেজার এ প্রোপার ক্লিড হবো, তারপর নিজেকে স্কেল করব