স্যার ,
আসসালামু আলইকুম,আলহামদুলিল্লাহ নিশ সিলেকশন চাপটার ২ শেষ করলাম আমি ডিজিটাল সার্ভিস সিলেক্ট করেছি।কিন্তু সমস্যা হচ্ছে অমার ইনভেস্ট করার মত টাকা নাই।সে ক্ষেত্রে আমি জব করব না এজেন্সি নিয়ে কাজ করব বুঝতে পারছি না।এজেন্সি নিয়ে কাজ করলে কি কোন ইনভেস্ট করা লাগবে?আর লাগলেও সেটা কি পরিমান হবে হয়ত।প্রথমে জব করে অভিজ্ঞতা অর্জন করে পরে কি এজেন্সি নিয়ে কাজ করা যাবে?আসলে কোনটা ভাল হবে এ ব্যপারে ক্লিয়ার একটা সাজেশন চাচ্ছি ।