হেলো,
Niche selection এর chapter-3 দেখলাম। আমার একটা জিনিস বুঝার আছে। সেটা হল;
.
ধরি আমি XYZ নামক কোন সফ্টওয়্যার কোম্পানীর কাছ থেকে একটা ABC-Version 3.0 নামক একটা সফ্টওয়্যার হোয়াইট লেবেল করে কিনে নিলাম। এবং আমার নিজের ব্রান্ড PQS নামে সেল করতে থাকলাম।
এখন, XYZ কোম্পানীটা তিন মাস পর ABC সফট এর-Version 4.0 রিলিজ করবে। যেহেতু আমার কাছে Version 3.0 এর হোয়াইট লেবেল আছে; এখন এটা আটো আপডেট হবে নাকি আমাকে Version 4.0 এর জন্য নতুন এগ্রিমেন্টে যেতে হবে? এই ব্য়াপারে আপনার নলেজ শেয়ার করবেন প্লিজ।
ধন্যবাদ।
এটি নির্ভর করে আপনি যে কোম্পানি থেকে নিচ্ছেন তাদের পলিসির উপর। তারা যদি এগ্রিমেন্টের শুরুতেই বলে রাখে অটো আপডেট আসবে তবে সেক্ষেত্রে নতুন ভার্শন পারচেজ এর প্রয়োজন পড়বে না, ধন্যবাদ।
ওকে।
.
একটু জানাবেন, এই রকম একটা পজিশনে আপনাদের সাজেশন কি, অর্থাৎ আপনাদের প্রাকটিসটা কি হয়ে থাকে?