♦ সালামুআলাইকুম ফাহমিদভাইয়া আমাদেরকে পেজ তৈরি করতে বলেছেন।এখন বিষয় হচ্ছে আমি পেইজের নাম কিভাবে সিলেক্ট করব বুঝতে পারছি না। আমি প্রথমে সার্ভিস নিয়ে কাজ করতে চাই। এরপর ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এখন বিষয় হচ্ছে আমি কি তাহলে দুইটা পেজ বানাবো?
প্রথম দিকে যেকোনো এক বিষয়ের উপর ফকাস রেখে কাজ করুন স্যার। সব কিছু এক নিশ কেন্দ্রিক রেডি করুন।
আপনি 2টি পেইজ খুলতে পারেন । একটি হবে সার্ভিস রিলেটেড এবং অন্য টি হবে ফিজিকেল প্রডোরকর্ট নিয়ে ।
2. পেইজ এর নাম আপনি যদি সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে ”স্টেপ আপ, জায়ান্ট মার্কেরট, এজেড মিডিয় ”এ ধরনের আটি রিলেটেড নাম সিলেক্ট করতে হবে |
3. আর যদি আপনি ফ্রিজিকাল প্রোডাক্ট নিয়ে কাজ করে তাহলে আপনি যে ধরনের পোডাক্ট সেল করবেন তার সাথে যাই এমন নাম চোয়েছ করতে হবে। আর এর পর ও সমস্য হলে আপনার কি মেনেজার এর সাথে কখা বলতে পারেন ।
আপনিউ আপনার নিস নিয়ে গুগোল এ ঘাটা ঘাটি করেন আনেক আই ডিয়া পেয়ে যাবেন