বিজনেস ওয়ার্কশপ মাত্র শুরু হয়েছে।এখনো অনেক কিছু বাকি।তবে ইতিমধ্যেই আমাকে ডিসকর্ডে যুক্ত করা হয়েছে,আমার কি ম্যানেজারের সাথে সবসময় যোগাযোগ হচ্ছে।কোনো প্রশ্ন বা বুঝতে সমস্যা হল উনি খুব দ্রুততার সাথে রেসপন্স করছেন,এবং ধৈর্য্য ধরে বুঝিয়ে দিচ্ছেন।@fahmidalnayem ভাইয়ের ভিডিও ও কথাগুলো একদম প্রান্জল ভাষায় ব্যাখ্যা করা,না বোঝার কিছুই নাই।তারপরও কি ম্যানেজারকে প্রশ্ন করে স্পেসিফিক কনফিউশনগুলো দুর হচ্ছে।ধন্যবাদ সবাইকে,ভাল কিছুর আশায় আছি।আমিন।